তুমি আমার মনে পড়ো
আর আমি তোমার প্রেমে পড়ি।
কোনদিন দেখিনি তোমায়
তবুও ভীষণ চেনা জনপদের মতোই
পরিচিত মনে হয়।
আমার অনুভূতির কড়া নেড়ে
মনে হয় বারবার ডাকো
যখন বাতায়ন খুলে চোখ মেলি
তুমি অদৃশ্য হয়ে যাও
কোথায় চলে যাও? বলো...!
আর তখন আমি এক ভবঘুরে
প্রেমিক জীবন বয়ে চলি।
হটাৎ মনকে বুঝাতে বসলাম
জীবনের জন্য একটা জীবন
মনের জন্য একটি মন,
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা
অপেক্ষার বদলে অপেক্ষা
এতটুকু তো মেনে নাও আপাতত।
তুমি তো ভালোবাসতে পারো
অপেক্ষাও করতে পারবে
তাহলে ভালোবেসে অপেক্ষা করো
আর কিছু কবিতা লেখো।
৩মে, ২০১৩
সন্ধ্যা: ০৭:৫৬ মিনিট।
ডাঙ্গারপাড়, ভাংগা, ফরিদপুর।