জীবনের বাঁকে বাঁকে আনন্দ তুফান
ভালোবাসিলে তোমায় ওগো দয়াবান।
তোমার হয়ে থাকিলে
প্রাণে গোপন রাখিলে
সুখের শীতল ধারা থাকে বহমান!!
আমার দু'চোখ হলে রুমির মতন
হরদম এই আত্মার করিলে যতন।
পাপ থেকে মুক্ত হলে
কঠিন পাথর গলে
ঝরিলে কয়েক ফোঁটা তুমি ভাগ্যবান!!
তারিখঃ ২৬/১০/২০২২ইং
দুপুরঃ ০২:০৫ মিনিট
বনগ্রাম বাজার, মুকসুদপুর, গোপালগঞ্জ।