চোখে আমার ঘুম আসে না
তোমায় মনে করে,
সব সময় তোমার কথা গো
আমার মনে পরে।
ভাবি শুধু তোমাকে নিয়েই
বাঁধবো স্বপ্ন ঘর,
সবার মাঝে আপন তুমি
এই মনের ভিতর।
কাছে তোমায় পাবো কবে
এ কথা মনে করে,
ঘুম আসে না আমার চোখে
তুমি কেন দূরে?
সব সময় তোমার কথা গো
আমার মনে পরে।।
তারিখ: ১২/০৫/২০১৮ইং