আমাকে তোমার করে নিবে
তাহলে হৃদয়কে এতো ক্ষত-বিক্ষত করে নাও কেন?
আমি তোমার, মানে পুরোটাই তোমার ।
পুরো সত্তাই তোমার, পুরো হৃদয়রাজ্য তোমার
নিজেকে এতটাই তোমার করে দিয়েছি
নিজের বলতে আমার ‘আমিটুকুও’ নেই ।
যেমন বীজতলায় বীজটি মাটিতে হারায়
নিজের বুকে অঙ্কুর গজাবার আশায় ।