গভীর শুন্যতার গহ্বরে তলিয়ে গেছি ।
ঝাপসা চোখে পুরোনো চিঠির বানান ঠিক করছি ।
এগুলো সঠিক করলে কী আর হবে
যখন দূরত্ব বেড়ে গেছে আর গুরুত্বও কমে গেছে ।
রোমাঞ্চিত বাসর অপেক্ষার অবসানে
যখন জলন্ত চিতা তবে ফুলগুলোর দিকে এগিয়ে
কি আর হবে, আমার সাথে সাথে
বিষন্ন দুপুরে বাধভাঙ্গা বিরহতাপে
ওদেরকে বেঁধে ঝলসে দিতে পারি না কখনও ।
আমি ফুলগুলো শুকিয়ে যাওয়া মানতে রাজি না
কিন্তু দেখলাম পুরো বাগান ঝলসে গেল ।
আমার সাথে সাথে, আমার মতো করেই
জল দিলে হয় তো বাগান সতেজতা ফিরে পাবে
কই? পেল না তো! এতো পুরোই প্রাণহীন দেহ ।
ধুসর জীবনযাত্রা এবং অশান্তির মধ্যে
দিনাতিপাত করছি আমি । যাইহোক জীবনের পথ
অনেকটাই গুলিয়ে ফেলেছিলে তুমি এসে।
এলোমেলো হয়ে গেছি তাই।
এতোটাই মায়া বাড়ালে?
কাছে আসতেই আমায় দূরদূর করে তাড়ালে।
জীবনের অসমাপ্ত উপাখ্যান জুড়ে রয়ে গেলে
বিদঘুটে অন্ধকার অতীতের স্মৃতি
দুঃখরা বুনো ঘাস এর মতো বেড়ে গেছে।
জানো, আমার আকাশ মেঘহীন, চাঁদহীন, রংহীন
যেদিন থেকে জীবন তুমিহীন!
তারিখঃ ১২/০৩/২০২৩ইং
সন্ধ্যাঃ ০৭:২৭ মিনিট।