সহস্র বছর ধরে ভালোবাসার পরে
কোন স্বর্গীয় উদ্যানে তোমার আমার
রাজকীয় অভিষেক হওয়ার কথা।

কিন্তু;
ভালোবাসা মাত্রাতিরিক্ত হওয়ার ফলে
নরকের দ্বারে বিষাদের উত্তাপে গলে,
গলিত শিলাস্তরের ফোঁটায় ঝরে ব্যথা।

এক জনমে যে ভালোবাসা পূর্ণতা পায় না
কথিত, সাত জনমে আমাদের মিলন;
কেবল কল্পনা ছাড়া আর কী হতে পারে!

তারিখঃ ১৭/১১/২০২২ইং
দুপুরঃ ০১:২৫ মিনিট।