এক সাগর রক্ত ঝরার পরে
সম্ভ্রমের প্রাচীর ভাঙার পরে
তিরিশ লক্ষ প্রাণ উৎসর্গ হওয়ার পরে
কোটি মানুষ দেশান্তরী পরে
এদেশের বিজয় তুমি, এলে আমার ঘরে।
নয় মাস যুদ্ধ করি, বুকের তাজা খুন ঢালি,
সবুজ ঘাসের বিছানা রক্তাক্ত করি সেদিন।
যান্ত্রিক মানুষের হাতে, রক্তে-মাংসে গড়া
মানুষগুলো সেদিন নিষ্পেষিত হয়েছিল।
অনিচ্ছায় গোলামীর রশি গলায় পরতে হয়েছিল।
তবুও আমরা হাত গুটিয়ে বসে ছিলাম না,
ওদের রশিতে ওদেরকেই বেঁধেছি
আমাদের শক্তির বলে, আমাদের ভালোবাসা বলে,
আমাদের ঐক্যের বলে।
অতঃপর তুমি এলে স্বাধীনতা “আমাদের বিজয়”!