একটি ফোঁটা পানির সাথে মিশ্রণ হলো মাটি
তাতেই হলো সৃজন মানব অনিন্দ্য পরিপাটি।
জিবরীলকে পাঠালেন খোদা নিতে কিছু মাটি
বর্ননা শুনে এ জমিন শুরু করলো কান্নাকাটি।
জিবরাঈল, মিকাঈল, ইসরাফিলেও সে যায়
অবশেষে আজরাঈল' কে হুকুম দিয়ে পাঠায়।
সেই কান্নাকাটি, জোড়াজুড়ি শোনেনি জমিনে
মাটি নিলো মুষ্টি ভরে ফের্ স্রষ্টার হুকুম শুনে।
প্রথম মানব মাটি তৈরি যে পিতা-মাতা ছাড়া
আদম থেকে তৈরি করে মা হাওয়াকে জোড়া।
তাঁর থেকেই আবাদ হলো এই পুরো বসুন্ধরা।
নবী-রাসুল আওলিয়াগন এই বিশ্ববাসী মোরা
চারমাস ধরে ফেরেশতারা তৈরি করলো দেহ
মহান খালিক কুদরত বলে দান করলেন রূহ।
শুরু হয়ে গেলো নড়াচড়া মায়ের পেটে লাথি
কর্ণে দিলেন শ্রবণশক্তি, দৃষ্টে দিলেন জ্যোতি।
চেতন আসলো দেহ মাঝে লাগলো তার ক্ষুধা
তার জন্য মায়ের নাভী শিশুর নাভীটাই বাঁধা।
রক্ত চুষে পৌঁছে গেলো পেটে সন্তান দশমাসে
অন্ধকার কুঠুরি ছেড়ে এই দুনিয়ায় সে আসে।
তারিখঃ ২৯/০৮/২০২২ইং
রাতঃ ১২:০০ মিনিট।