চার বছর আগে মার্চের শেষতম দিনে
এমনই এক মেঘে ঢাকা বিকেলের শেষে
চলে গেলে আমায় ছেড়ে, এক না ফেরার দেশে ।
কত দিন, মাস, বছর হলো গত
আজো শুকায়নি প্রাণে, তোমায় হারানোর ক্ষত ।
কত যে কেঁদেছি গহীন ব্যথাতুর হৃদয় নিয়ে
মনে হয় যেন এইতো ডাকছো পাশে থেকে ।
অশান্ত বেদনা মিশে যায় শিরা-উপশিরায়
আবার কেন চুপ থাকো আমায় একটু ডেকে ।
আহা! তুমি তো দূরে চলে গেলে কত !
কবরের পাশে গিয়ে দাড়ালাম, কাল বিকালেও,
পুরনো হয়ে গেছে অনেক । দূর্বাঘাসে আচ্ছাদিত
কিন্তু তুমি পুরনো হওনি যেন !
তোমার অবয়ব এখনো স্পষ্ট ভেসে ওঠে
আমার জলে ভেজা চোখে। ঠিক যেমন—
ঘাসের বিছানায় শিশির বিন্দু চকচক করে ।
তেমনি তোমার সতেজ স্মৃতিটুকুও বহন করে
আমার ভেজা চোখ, ব্যথাতুর হৃদয়।
আর যখনই মনে পড়ো,
দু'হাত তুলে রব-কে বলি, যার জন্য অশ্রু ঝরে
তাকে তুমি ক্ষমা করে জান্নাতবাসী করো !
তারিখঃ ৩১/০৩/২০২৩ইং
রাতঃ ০৯:২৭ মিনিট।