যে বই জুড়ে অন্ধকার আর
বিবর্তনের কু-শিক্ষা দেয়
সুপ্ত প্রাণে দ্বীনের অঙ্কুর,
ঈমান-আমল সব কেড়ে নেয়।
সে বই আমি পড়বো না।।
ধর্ম বিদ্বেষ ছড়ায় যে বই
ভুলে ভর্তি একেক পাতা
মন বিকৃত করে যে বই
পড়বো না সে ছাতার মাথা।
সে বই আমি ধরবো না।।
নাস্তিকতা শেখায় যে বই
ফরজ পর্দায় নিষেধাজ্ঞা
আমি মুমিন কোরআন মানি
বইগুলো সব চুলায় যাগ্ গা।
ওদের সাথে তাল মিলিয়ে
আমি কী আর মরবো না??
জীবন দিবো তবুও আমরা
মানবো না এই সকল নীতি
পাঠ্য বইয়ে দেখতে চাই সব
ইসলামের ঐ ফুলেল রীতি।
আদর্শহীন শিক্ষায় জীবন
কোনমতেই গড়বো না।।
তাগুতি সব বাতিল শক্তি
মুছে দাও সব ওদের উক্তি
হেরার জ্যোতি ছড়ায় দিতে
করো আজি ঐক্যের চুক্তি।
এ কথায় কেউ নড়বো না।।
প্রতিবাদে গর্জে ওঠো
আওয়াজ তুলে সামনে চলো
শিক্ষানীতির পরিবর্তন
করতে হবে সবাই বলো।
নইলে এ বই পড়বো না।।
তারিখঃ ২৩/০১/২০২৩ইং
দুপুরঃ ০২:৪৬ মিনিট।