আজ হতে তিন রাত আগে ছিল নিজ বিছানায় শোয়া,
পরের রাত্রে তার দেহ পাশে ওঠে আগরের ধোঁয়া।
আজকের রাতে শুন্য বিছানা রহিছে দেখিনু পরে
জানি না কেমনে আছে সে একাকী একলা করব ঘরে।

বিছানা-বালিশ, বন্ধু-স্বজন, কেহ নাই তার পাশে
দয়া যাচি প্রভু তাঁর তরে মোরা সবে তোমার সকাশে।
দেখেছি তাহারে জপিতে তোমারে দিবানিশি হরদম
আশা করি প্রভু দয়া করে তারে ক্ষমিবে যে একদম।