রাত্রি অনেক গভীর হলো
ঘুমাই এখন সবাই চলো
উঠবো হলে ভোর।
সূর্য মামার হাসি দেখে
মিষ্টি আলো গায়ে মেখে
খুলবো তখন দ্বোর।
পুষ্প ফোঁটা বিহানবেলা
সুবাস রাশি ছড়ায় মেলা
কেমনে দূরে রই।
কুয়াশারই চাদর গায়ে
ছুটছে দেখো কৃষক ভায়ে
সদা বিভোর হই।
বুনোফুলে মুচকি হেসে
বলবে আমায় ভালোবেসে
আয় না কাছে সঁই।
শিশির জলে পা ধুয়ে দেয়
স্নিগ্ধ হাওয়া প্রাণ কেড়ে নেয়
কোকিল ডাকে ওই।
এমন করে দিবস যাবে
নতুন নতুন প্রভাত পাবে
স্বপ্নের সুরায় চুম।
ঘুমের ঘোরে চোখের পাতা
মিলে গেলে হিসাব খাতা
এবার পড়ো ঘুম।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৪+৪+১
তারিখঃ ২৯/০৭/২০২২ইং
রাতঃ ১০:১২ মিনিট,
ঘুনসী মধ্যপাড়া জামে মসজিদ,
মুকসুদপুর, গোপালগঞ্জ।