তোমাকে পাওয়ার জন্য কতো'না দূর থেকে দেখেছি,
কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তাকিয়েছি।
তোমার যাত্রায় আমি পিছু পথ ধরেছি,
তবুও মুখ ফুটে বলতে পারিনি- - -
যে তোমাকে ভালোবাসি।
তোমাকে পাওয়ার জন্য কতো'না ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি,
আর্তনাদে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি!
চিৎকার করে বলেছি, তোমাকে ভালোবাসি - তোমাকে ভালোবাসি!
তুমি অন্য কাউর হবে না, সেটা আমি জানি।
তোমাকে পাওয়ার জন্য একলা নিবিড় ভাবে কতো'না তোমার কথা ভেবেছি,
তুমি শুধু আমার প্রাণে - আমার প্রাণে বলে ছবি আঁকিয়েছি।
হৃদয়ে ভরা সব বেদনার জোয়ার আমি শুকিয়ে ফেলেছি,
শুধু তোমাকে ভালোবাসি - তোমাকে ভালোবাসি ।
তোমার কথা যখনি আমি ভাবতে যায়,
পাহাড় - পর্বত যেন সব সমান হয়ে যায়!
যখনি তুমি আমাকে বলিলে - - -
তোমাকে ভালোবাসিওনে ভালোবাসবোওনা যে,
তখনি আমি পৃথিবীর বুকে একলা নিঃসঙ্গ যে!
আজ তুমি আমাকে একি শুনালে,
মনে হয় যেন পৃথিবীর বুক থেকে - - -
একেবারি শেষ করে'দি নিজেকে!
যদি না পাই তোমাকে এই ভুবনে,
কি লাভ রেখে এই জীবনকে?
তার পরেও দেখালে তোমার ভালোবাসার মানুষটাকে,
এর পরেও কি ভাবে জীবন বাঁচে?
সেটা তুমি বলে দেও আজ আমাকে।
চির সুখি হও তুমি,
কারণ তোমাকে আমি ভালোবাসি।
তোমার কাছে আমি এক নগণ্য ছেলে,
তাই বুঝি ভালোবাসো নি তুমি আমাকে!
ভালো তুমি বেসেছ তাকে- - -
তাই আমি দোয়া করি,
তোমাদের ভালোবাসা অমর হয়ে থাক যে!!