চৈত্রের শেষে বৈশাখ এলো,
এলো নববর্ষের নব উৎসব।
এসো এসো হে পহেলা বৈশাখ!

স্মৃতির দুয়ার মুছে ফেলে,
নতুন পথের পথিক হয়ে,
এসেছে পহেলা বৈশাখ ।

তোমাকে পাওয়া তোমাকে চাওয়া,
বাংলার মানুষের এক মহা উৎসব।
তুমি সেই পহেলা বৈশাখ!

নতুন পথের পথিক হয়ে,
এসেছো তুমি বাংলার মাঝে,
সকল উন্নয়নের নব যাত্রা ধরিতে।

হিন্দু - মুসলিম, বৌদ্ধ - খ্রীষ্টান জাতি নির্বিশেষে,
তোমাকে টেনে ধরেছে বাংলার মাঝে!
নতুন খাতা খুলিতে।

দুঃখ - বেদনা, আনন্দ - উল্লাস পিছে ফেলে দিয়ে,
নতুন ধারায় উন্নতি হবে আজ- - -
পহেলা বৈশাখ দিয়ে।

সকলের মুখে সকলের কণ্ঠে- - -
আজ নজরুল, রবী ঠাকুরের গান,
সেই সাথে পাক যেন আমার কবিতার মহাপ্রাণ!

এসো এসো হে নববর্ষ,
তোমার দুয়ার খুলে রাখা অনেক আগেই তো!
এসো এসো হে পহেলা বৈশাখ,
তোমাকে দিয়ে শুরু হোক আজ নব উৎসব।