বিশ্ব বাসিনীর দ্বারে,
মাথা ঠেকাও তুমি বঙ্গবাসীর কোলে।
রাখো না কেন মনে,
বিজয়ের দিনগুলি অনুলিপি করে?
প্রথমা উৎখাত উদ্ধারের পথ ধরে,
যে জাতি করেছে হাজারো সংগ্রাম- - -
লক্ষ-কোটি মানব প্রজন্মের জন্যে।
স্মৃতির কাননে ভাসিয়া আসে,
আসে ভাষা শহীদের স্মরণে দু'নেত্র নীরে।
জাগিয়ে তুলি, স্মরণে বাঁধি, স্মৃতিতে ভাসি,
একুশের মতো আরও স্মৃতির দিন গুলি।
শহীদের স্মৃতিতে পারিনা থাকতে হাত গুটিয়ে,
শোকের শোকাহত ব্যথা নিয়ে শক্তিতে পরিণত করব দেশে।
এক অক্ষরও বিচ্যুতি হতে দিবোনা রাখবো দন্ডায়মান,
যতদিন থাকবে এই তরুণ-তরুণির ইক্ষমাণ।
দিতে হলেও দিব মোরা তরুণ বয়সে করুণ পরীক্ষা,
এটাই আমার জীবন বাসনা।