তুমি বাঙ্গালীর বাংলা,
হে প্রাণের প্রিয় মোর স্বাধীনতা।
আর কত'টুকু রক্ত নিলে তুমি খুশি হবা?
বলো-বলো আজ আর চুপ করে থেকো না!
লাখো লাখো শহীদের রক্তের গঙ্গা,
হাজারো মা-বোনের ইজ্জতের তুমি স্বাধীনতা।
এত রক্তে এত ইজ্জতে তোমার কি পেট ভরে না?
বলো বলো আজ আর চুপ করে থেকো না!
কি অন্যায় করেছিল আমার বোন নুসরাত জাহান রাফি,
না কি বিধাতা তোমার অভিশাপ ছিল সবি।
না তোমার অভিশাপ ছিল না আমি জানি,
কারণ আমার বোন তো ছিল অন্যায়ের প্রতিবাদী।
সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে- - -
দিতে হয় যদি বোনের জীবন,
তাহলে আজকের স্বাধীনতার কি ছিল বড় প্রয়োজন?
বলো স্বাধীনতা বলো আর কত জনের চাও মরণ!