উপকরণ  
✍ মো:আমজাদ হোসেন

বেঁচে থাকার কিছু উপকরণ প্রয়োজন
সকল প্রাণীর , সকল কিছুর কিংবা বস্তুর ।
মাটি - পিতল সিলভার বা হাড়ের ,
আমার সকল উপকরণ তুমি ভেঙেছে ।
ইচ্ছায় অনিচ্ছায় কিংবা হেয়ালিপনায় ,
আজ অন্ধকার - ই যাপিত জীবন হলো
সময় অসময় আবৃত করে আমায়।
আমি তোমার চলার পথ ধরে বসে থাকি
একটুর জন্যেও তোমার চোখের দৃষ্টি -
পড়েনা আমার উপর ।
তুমি তোমার মতই চলো অবিরত ,
তোমার একটুও প্রেম বোধ ছিলোনা  আমার প্রতি -
আজও নেই অনুপ্রায় প্রেম ।
জীবনময় দান করেছিলাম সম্পদ
দাওনি প্রতিদান কোনকালে অতটুকু।