স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
**************************
আঘাত হেনেছে তীব্র নেশা ভবিষ্যৎ মন্দির,
জোয়ার এসেছে প্রাণে প্রাণে তারুণ্য নদীর।

নিস্তার নেই কূল ভেঙ্গে চলিছে পথ হারায়,
আবেগ হুজুগে শপথ করিছে মন্দ সাধনায়।
সভ্যতা নীতি নৈতিকতা অবরুদ্ধ বন্দীশালায়,
ঠিক যেন লাগামহীন অশ্বের মত ধূর্ত্- দৌড়ায়।

যৌবনের উত্তালে ভেঙ্গে চূড়ে চলিছে সভ্য,
জাহেলের মত রচিছে রক্ত ক্ষরণের মহাকাব্য।
শ্রদ্ধাবোধের প্রদীপ যেন নিভেগেছে এ আমলে,
হিংস্র হায়নারা গর্জ্নে ছুটিছে নিবিড় শ্যামলে।

তারুণ্যের গভীরে অমানিশা কাড়িয়াছে শুব্র ছন্দ,
শত পরাজয় হাকিছে তাহাদের-সম্মুখ দুয়ার বন্ধ!
যে তারুণ্য ছিল বিপ্লবের মৃত্যুঞ্জয়ী হাতিয়ার,
সে হারিয়েছে আলোক পথ- কান্ডারী হুশিয়ার।

আঘাত হেনেছে ক্ষমতার নেশা ভবিষ্যৎ মন্দির,
সভ্যতা লুটিয়েছে হিংস্রতা এসে তারুণ্যের অন্তর।
--------------------------------------------