স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-১০-২০২৪ ইং
**********************
উত্তাল জলস্রোতে ভাঙ্গিছে বেড়িবাঁধ ওরে,
এবার কেউ পারিবে না রুখিতে ধবংস ধরে।

মুক্তির এ উচ্ছাস এ তরঙ্গ সবই যেন মিছে,
সাপ বিচ্ছু পোকা মাকড় ছুটিছে পিছে পিছে।
রাত্রির অন্ধকারে প্লাবণের জল টানিছে নীচে,
ছিন্ন করিছে ঐক্যতা দুশমনের কবিতা রচে!

ওরে তরীর মাঝি হারিয়েছে পথ পাঞ্জেরীহীন,
কুমির হাঙ্গর গ্রাসিয়াছে তারে নির্দয় নিদ্রাহীন।
যে উল্লাসে গাহিছো গান আজিকায় প্রাণ ভরে,
সে-ই-তোমার পরাজয় আনিবে এ বঙ্গ তরে।

ওরে ভাঙ্গিছে বেড়িবাঁধ,খুলিছে ধ্বংসের দ্বার,
ওই দেখ আসিছে বিষাক্ত পোকা মাকড় দুর্বার।
আজিকায় চারিদিকে রক্তের বন্যা হানাহানি ষড়জাল,
আগুনের লেলিহান শিখা করিছে স্বাধীনতারে কঙ্কাল।

পরাধীনতা যেন জাতিরে ডাকিছে দূরের পানে,
ভাঙ্গিছে বেড়িবাঁধ বিদ্রোহী দোসর গানে গানে।
হে মাঝি এ কোন তরী ! এ কোন যাত্রী ওরে,
পাঞ্জেরী বিহীন পথ চলিছে অন্ধকারের পরে।
-------------------------------------------