স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২০-১১-২০২৪ ইং
********************
হারিয়ে যাওয়া সেই পাখি আবার এসেছে ফিরে,
শুন্যতা ভরেছে উষ্ণতা ছেনে ছেনে স্বর্গিয় নীড়ে !

তবু অধরা তবু ছুঁতে পারিনি তবু নিভৃতে চেয়েছি,
কোকিলের সেই গান বাজুক সুরে সুরে যা শুনেছি।
ঝিনুকের আবরণ খুলে মুক্তা পায় লোকে যদি,
আমি কেন চেয়ে দেখি কূলহীন আগুনের নদী?

এই অবুঝ হৃদয়ের তীব্রতম গভীর উল্লাসে,
গানের ভাষা বিষ্ময়ে পড়েছি প্রেমের পরশে!
তবু পাখিটি অধরা !তবু সে হৃদয়ের কষাঘাত,
যদিও আবার এসেছে ফিরে স্বপ্নের অভিজাত !

শিরা -উপশিরা শিথিল হয়ে থেমে গেছে চঞ্চলতা,
পাখিটি বুঝেনি কখন হৃদপিন্ড ছুঁয়েছে ব্যাকুলতা।
নীল রঙ উঠেছে ভেসে আকাশের রৌদ্র- ছায়ায়,
উদাসীন বসে আছি কোন এক তপ্ত বালুকায়!,

কানপেতে শুনতে চেয়েছি সেই সুর সেই গান!
উদাসীন বসে আছি এই পৃথিবীর শুন্য উদ্যান।
---------------------------------------------