স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১১-২০২৪ ইং
**********************
তোমার কাছে এসে আমি জ্ঞানের প্রদীপ চেয়েছি,
এ বুকে ধুলো মাখা শরীর নিয়ে দুরন্তপনায় মেথেছি!
শাসন সোহাগের চাঁদরে আবৃত থেকেছি কাননে,
আঁধার হতে এসে তোমাকে চিনেছি অবুঝ মননে।
আজো সেই স্মৃতিগুলো নিয়ে যায় বকুলের ছায়া তলে,
যেথায় তুমি ছিলে,শুধু তুমি ছিলে আলোর মিছিলে।
এখনো সেই শিক্ষার দেশলাই মুক্তির দিশারী হয়ে,
রাত্রির পথে জ্বলো পথিকের নিশানায়- এ ধরালয়ে!!
তুমি এক মৃত্যুঞ্জয়ী আলোক রেখা শুন্যতার বুকে,
তোমার পরশেই সত্যকে জেনেছি শিহরণ পুলকে।
তুমিই দিয়েছো মুক্তির বিদ্যা,তুমিই করেছো গড়িয়ান,
এই তোমারে ভুলি কি করে আলোক জীবনের উত্থান!
তোমার প্রেমেই হারিয়ছি আমি,হারিয়েছি এই প্রাণ,
তাইতো বারে বারে আসি ফিরে বিদ্যালয়ের উদ্যান।
তোমার কাছে এসে আমি জীবনের পথ চিনেছি,
তোমার প্রেমে আমি কবি হয়েছি কবিতাকে বুঝেছি।
------------------------------------------------