তারিখঃ২০-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
ওরে জেনেছিলাম তুমি এক দীপ্ত প্রদীপ,
তাই চেয়েছিলাম তোমায় এ স্বাধীন দ্বীপ।
যেখানে দারুচিনি বনানীর ফাঁকে ফাঁকে,
তুমি ফুল হয়ে রবে ভালবাসার ছবি এঁকে।
বিপ্লবের রণ রক্ত সফলতাকে বলবে সত্য
তবু যেন তুমি সত্য নও আপনার দেহ চিত্ত।
ভেবেছিলাম রক্তের কল্লোলিনী চির মুক্তি দিবে,
তবু অনেক রূঢ় রৌদ্রের মত্ত চলে -যবে।
মানুষকে মানুষের মত ভালবাসা দিতে গিয়ে,
মানুষই হারিয়েছে পথ তাগুতের মন্ত্র লয়ে।
আজ চারিদিকে সত্যের হাতে সত্য হচ্ছে নিহত,
কেমন যেন উত্তপ্ত হৃদয়!চাওয়া পাওয়া সতত।
-------------------------------------------