কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৭-১০-২০২৪ ইং
************************
আপনারে তুচ্ছ মূল্যে বিক্রি করনা কভূ মননে,
ওরে তুমিও যে অধমের চেয়ে উত্তম এ ভুবনে।
তুমি যারে মাথার উপর রাখো হাসি ও ক্রন্দনে,
তোমার শুন্যতায় আসিবে না সে কঠোর বন্ধনে।
এই পৃথবীর সংসারে তুমি একা আঁধার -রাত্রিতে
সে শুধু ক্ষত চিহ্ন দিয়ে যাবে তোমার এ সন্ধিতে।
ওরে আজ যার জন্য এত বজ্র কণ্ঠ, এত হলাহল,
তার হতে ফিরে আসবে তুমি বুকভাসা অশ্রুজল।
তুমি শুন্য! শুন্যই রয়ে যাবে তার স্বার্থ্ শেষে,
তবে কেন এত উগ্রবাদ আপনারে সর্বনাশে!
আপনারে সাজাও হে উত্তমের তরে এ সংসারে,
জিন্দাবাদ ! নিন্দাবাদ! নহে গো মুক্তি পৃথিবীর তরে।
ওরে তুমি হও সোনালী ঊষা আসন্ন আঁধার কেটে,
তোমার চেয়ে আলো কে আছে! কেন বুঝনা মোটে?
------------------------------------------------