স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-১০-২০২৪ ইং
**********************
শিশুর হাতে মশাল দিয়ে শুরু হল খেলা,
কান্ডারী নির্জিব হয়ে এ কি চালায় ভেলা?
হায়’রে পথহারা দেশ, পরি জীর্ণ জরা,
রাগ ক্রোধ হিংসা প্রতিহিংসায় পড়িয়াছে ধরা।

এ আগুন নিভাবে কে ভেবেছো কি কভূ?
মুসতাক মীরজাফরের প্রতি রাগান্বিত প্রভূ।
বিবেকহীন অজ্ঞতার পরশনে পুড়িতেছে দেশ,
আপনার দোষ অপরের কাঁধে চড়িতেছে বেশ!

শিশুর হাতে দিয়েছো আগুন শাণিত প্রখরা,
ওরা এখন পুড়ায় জাতিরে স্বাধীন বসুন্ধরা।
ওরা জানে না কি জাল বিছায়াছে অসীম গগণে,
আসন্ন দিনে পড়িবে ধরা মরণ ফাঁদে গৃহকোণে।

চারিদিকে সুচতুর সূক্ষ্মদৃষ্টি রাজনীতির উদ্যানে,
এ ভয়ঙ্কর মশাল তোমারই পুড়াবে সিংহাসনে!
ওরা শিশু, ওরা কিছুরেই করে না বিশ্বাস,
ধবংসের মশাল নিয়ে নির্ভয়ে নিতেছে নিশ্বাস।

কিন্তু ওরা জানে না, চারিদিকে সুচতুর সূক্ষ্মদৃষ্টি-
সময় ফুরালেই ওরা হবে অনলে পুড়া চিতার কৃষ্টি।
-----------------------------------------