স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২২-১০-২০২৪ ইং
**********************
উৎসবসম মবতন্ত্র উঠিছে জাগি চারিধার,
আতঙ্ক ভয় গ্রাসিয়াছে অন্তর জুড়ে অণিবার!
ক্রমেই পরিপূর্ণ্ করি আসিছে ধেয়ে স্বৈরতন্ত্র,
খোলস পাল্টিছে শুধু পাল্টেনি পুরানো তন্ত্র মন্ত্র।
এখনো ধরিছে গলা টিপে মুক্ত উদার প্রবাহে,
এখনো ভুঁত প্রেতেরা স্বাধীনতা লুটিবার চাহে!
মসনদের চারিধারে শিয়াল কুকুরেরা গানে গানে,
অন্তর ভেদিয়া রক্ত চুষিছে দিবানিশি গৃহকোণে।
চারিধারে লুব্ধ চিত্তে করিছে হায়েনারা অধ্যায়ন,
পর্দার আড়ালে নাটের গুরুরা করিছে সত্যায়ন।
অসুরেরা দোসরতন্ত্র মন্ত্রে জাতিরে দিয়েছে বেষ্টনী,
অবুঝ শালিকেরা ছুটিছে ঝাঁকে ঝাঁকে বঙ্গ তটনী।
সম্মুখে মহাপিপাসার বঙ্গ ভূমি এ রৌদ্রলোকে,
শুন্য এ বুকে বালুকারাশি সুচি বিধে চোখে মুখে।
বঙ্গে বিস্তৃত যেন মীরজাফরের ধূলিশয্যা বহ্নিময়
তবু তারেই সত্যায়ন করিছে মুসতাকেরা নির্দ্য়!
-------------------------------------------