স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৭-১০-২০২৪ ইং
************************
জনতার ব্যদনা গানে কেহ নাহি দেয় সুর,
ক্ষমতার আনন্দ নৃত্যে হয় গো দানব-অসুর।
ওরে কণ্ঠ ছেড়ে গাইছে গান মুসতাক-মীরজাফর,
সরল জনতা ভাবে তারে সুধাময় প্রীতি-সুমধুর!

রাশি রাশি ব্যদনা ছন্দগাথা দুঃখের ক্রন্দনে,
স্বাধীনতা অধিকার নেই আর উঁচুশির গর্দানে।
জনতার চোখে মুখে বুকে বিপুল বিষাদবিধুর,
তবু সরল জনতা পূজিছে তারে এই বঙ্গ তর।

এর চেয়ে মূর্খতা কি আছে বল এ ভূ-লোকে?
গুজব হুজুগ আবেগে ছুটিছো নিভিয়ে আলোকে।
ভিত্তি মুছে দিতে চাও নব দোলায় নব ছন্দ তালে,
এ যে ব্যদনা বিধূর! এ যে অসনি বার্তা তরঙ্গ তলে।

জনতা তুমি অজ্ঞই রয়ে গেলে মাতৃকার বুক-পানে,
তাই বুক চিরে দোসর স্বৈরাচার রক্ত চুষে সিংহাসনে।
সহসা মুক্তি দেখি না এই স্বাধীন ধূলিমাটি তর !
স্বর্গ্ ছেড়ে নরক নিয়েছি লুফে মুক্তিরে খুঁজিবার।
---------------------------------------------