তারিখঃ১৯-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
কবিতার কবিকে দিতে হবে খাঁটি দাম,
হে বিবেক,তোমারে সেই  কথা জানালাম।

ওরে দেখে যাও বঙ্গ জননী উঠেছে ক্ষেপে,
কোথাকার মিথ্যে সত্যের টুটি ধরেছে চেপে।
যে কবির কবিতায় বিপ্লবীর প্রাণ জাগে।
সে কবিতা তো কেউ লিখেনি তার আগে।

ওরা কারা আজ এত মিথ্যার দায়ভাগী,
চারিদিকে ক্ষেপে উঠেছে ঘৃণার কামান দাগি।
ইতিহাস বলে, ইতিহাস স্বাক্ষী দেয়- এ তুমি,
মৃত্যুঞ্জয়ী মহাকবি!লাল সবুজের স্বদেশ ভূমি।

ওরে পথ ভ্রষ্ট বিবেক কানে দেয় হাত চাপা,
বঙ্গ জননী উঠেছে ক্ষেপে,ছুটেছে ক্ষ্যাপা।
কবিতার কবিকে দিতে হবে নায্য সন্মান,
ওরে বিদ্রোহী যত রুখে দে,রুখে দে অপমান।

ওরে কবিতার কবিকে রেখে দে অন্তর কোলাহলে,
ইতিহাস বলেছে সে-ই -তোর কবি চিরদিন কালে।
------------------------------------------------