তারিখঃ০৫-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
ক্যানভাসে রঙিন ফুল তবু কেন কানন শুন্য?
পায়েতে নতুন আলতা তবু কেন বর্ণহীন নগন্য।
দেশপ্রেমের আলিঙ্গন বড় গন্ধহীন তামাটে,
ক্ষমতা না প্রেম এ প্রশ্নে অনেক তফাৎ বটে।
জনতার সবকিছু আজ জীবনে বড় মলিন,
কোন কিছু আর দাগ কাটে না এ ব্যথিত প্রাণ।
পরির্বতন এল পরির্বতন হল না আমার সেই কষ্ট,
যেমন ছিলাম তেমনি আছি শুধু কিছু ধবংস নষ্ট।
ক্যানভাসে রঙিন ফুল তবু কেন শুকিয়ে যায়,
বুকটা ফেটে যায় অশ্রু ঝরে নিরন্তর নিরালায়।
ঋতু বদল হয়, সূর্য উঠে সোনালী আভায়-
তবু কেন জনতার মুখে হাসি নেই স্বাধীন বাংলায়?
--------------------------------------------