তারিখঃ২৩-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
দিকে দিকে  জন জীবনের অযূত জিজ্ঞাসা!
বঙ্গে কি কোন কান্ডারী নেই মিটাইবে প্রত্যাশা?

আজ যেন মনে হয় কূলে এসে তরী হারিয়ে পথ,
ঘূর্ণি ঝড় তুফানের মতো নাবীক ভেঙেছে শপথ।
যাত্রীরা পাথরের মতো নির্বাক রক্তাক্ত নগরী
কান্ডারী যেন হারিয়েছে সতীত্ব বিদ্রোহী বাঁশরী।

চেতনায় যেন অসতী মাতা জারজ সন্তান বুকে
গলা টিপে ধরেছে রাঙা চোখে প্রজন্মের মুখে!
কি অদ্ভুদ সতিত্ব তোমার !
চেতনার সতিত্ত্ব হারিয়ে ক্রমশ নাচ দুরন্ত দুর্বার।

দিকে দিকে কালো রাত্রি হেনেছে আঘাত,
মাস্তুলের পাঞ্জেরী নিভে গেছে দ্বন্দ সংঘাত!
ক্রমশ উত্তাল সফেদ তরঙ্গে চেতনাহীন যৌবন,
প্রজন্ম হারিয়েছে পথ উন্মত্ত সাগরের দুরন্ত প্লাবণ।

চেতনাহীন অসতী রাজার রাজ্যে অন্তঃসত্ত্বা রমনী,
অবৈধ ভ্রূনের আবাদ চাষাবাদ করেছে সুন্দর ধরণী।
তবু বলি হবে নাকো প্রসব অবৈধ ভ্রূনের সন্তান,
রক্ত স্মানে পবিত্র এ মাতার স্বাধীন বিজয় কেতন।
--------------------------------------------------