কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
আজ তাজা বুকের রক্ত ঝরে ঝর ঝর!
এই স্বাধীন লাল-সবুজের প্রান্তরে—
কত মায়ের হৃদয় ভাঙ্গা অশ্রু ধারা
তবু বুলেট ছুঁড়ে তবু আগুন পুড়ে।
ওরে লক্ষ শহীদের রক্ত প্লাবন থেকে
এনেছিলাম যে স্বাধীনতা, মুক্তি হেঁকে হেঁকে
শাসন শোষনের ভয়ে এঁকে বেঁকে
রক্তাক্ত লাশ! মাঠের পরে! মাঠের পরে—
আজ সেই স্বাধীনতা পুড়িয়ে দিয়ে
দোসরের নৃত্য কে করে? কে করে?
ওরে মুক্ত আকাশে উড়িছে বিদ্রোহী প্রাণ
লুটেছে ওই ঝড়ে মুক্তি যুদ্ধের গান।
স্বাধীনতার ভিতরে পরাধীনতার কলরোল!
জনে জনে বৈষম্যের উথরোল
ওরে আর কত রক্ত রঝবি ঝর ঝর !
কোন মীর জাফর ঢুকেছে স্বাধীন ঘর?
---------------------------------------