তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
সেদিন প্রচুর রক্ত বৃষ্টি হয়েছিল বজ্র হুঙ্কারে,
বঙ্গের রাজ পথ থৈ থৈ করেছিল প্রহরে প্রহরে।
কোন স্বাধীনতা নেই- নেই কোন কূল কিনারা,
তবু হাল ছাড়েনি, হয়নি সন্ধ্যা আলোয় দিশেহারা।
দিকেদিকে ছড়িয়ে গেছে তপ্ত শরীরের বিপ্লবী অলো্
সেদিন কেউ কাঁদেনি, কেউ দেখেনি দু’চোখে কালো।
সেদিন মনের চেতনাগুলো বাঁধ মানেনি-
রক্তে ভাসিয়ে দিয়েছিল হৃদয় কূল বঙ্গ জননী।
অন্তরে এঁকেছিল লাল সবুজ পতাকা রাঙা তুলিতে,
তবু সাবধান! তবু লুকিয়ে আছে কেউ বেষ্টনীতে।
এখন মুক্ত আকাশ ! নির্মল বায়ূ !
তবু বিপুল শঙ্কায় স্বদেশের আয়ূ।
সেদিনছিল শুষ্ক মরুভূমি বাংলার দূষিত বাতাসে।
সেদিন প্রচুর রক্ত বৃষ্টি হয়েছিল পরাধীন আকাশে,
-----------------------------------------------