কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-১১-২০২৪ ইং
********************
আজ যে প্রজন্ম নবীণ, কাল সে প্রজন্ম প্রবীণ,
তাই বলে মুছে যায় না প্রবীণ প্রজন্মের অর্জ্ন।
যে পথ দিয়েছে প্রবীণ সে পথে ছুটেছে নবীণ,
প্রবীণ না হলে নবীন পেতনা বিজয় কেতন।
ওরে নবীণ প্রজন্ম -কেন এতো ভ্রান্তি তোমার?
দেখলে মনে হয় চেতন ভুলে ছুটেছো দূর-বহুদূর!
প্রজন্মের পরে প্রজন্ম আসে নব উদ্দামে নব ফুলে,
উত্তাল তরঙ্গে তরী ভাসায় জড়া জীর্ণতা সব ভুলে।
আজ যে নবীণ প্রজন্ম প্রবীণের রক্তের উত্তরসূরী,
সেই প্রজন্মের পথ ধরেই তোমার পরিচয় -বাহাদুরী।
তবে কেন দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে দিচ্ছো নিয়ত,
নবীণ- প্রবীণের যুগলে কেন নয় দেশদ্রোহী প্রতিহত?
তুমি এলে মনে হয় চেতন পলাতক দারুন রুক্ষ প্রাণ,
অন্য ভুগোল বিষুব রেখায় লক্ষ শহীদের রক্ত ঘ্রাণ।
তুমি এলে মনে হয় গৃহযুদ্ধের ডাক শুনি বজ্র কণ্ঠের,
ওরে এ কভূ হবে না রক্তে কেনা লাল সবুজের প্রান্তর।
প্রবীণ প্রজন্মের ছায়া এখনো জেগে আছে প্রতিচ্ছায়ে,
হে নবীণ, তারই সঙ্গে নব মন্ত্রে এগিয়ে যাও ধরালয়ে।
---------------------------------------------