স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-১০-২০২৪ ইং
************************
প্রেমের পৃথিবীতে ব্যদনার সতেজ ফুল,
হৃদয়ের রন্ধে রন্ধে রচে গেল অযূত ভুল।
ছলনা তো জানতো না প্রেম পরম ঈশ্বর,
মানব কল্যাণে মানবতার কত যে স্তর !
প্রেমই করিয়াছে তাহা শানিত যত অন্তর,
নির্দয় আত্মরা বুঝেনি প্রেমই মুক্তি নশ্বর।
যা কিছু কল্যাণকর এ পৃথিবীর সৃষ্টিতে,
প্রেমই করিয়াছে তাহা জয় শুভ দৃষ্টিতে।
প্রেমহীনা কারুকার্য্ নিয়ত উত্তপ্ত গলিত,
যদি মানুষ বুঝিত তাহা হৃদয় খুলে দিত।
চারিদিকে জুলুম অত্যাচর হত না অকস্মাৎ
করিত না এত প্রমত্ত ক্রোধ প্রতিশোধ সংঘাত।
শ্রেয় মেনে নিত মনুষ্যত্ত্বের শ্রেষ্ঠ ইতিহাস,
হৃদয় হতে হৃদয়ে অকল্পেয় হিংসা পরিহাস।
প্রেমের সুদূর দিগন্ত কোণে এখন শুধুই দীর্ঘঃশ্বাস!
যেখানে প্রেমের রাজ্য ছিল সেখানে এখন ছলনার বাস।
--------------------------------------------