তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***********************
হৃদয় সূর্যটা ছুটে চলিছে গোধূলী বেলায়,
কালো রেখা পড়েছে হেলে সোনালী ঊষায়।
এমনই সন্ধ্যায় বসি মুক্তিরে খুঁজে প্রাণ,
কভূ শুনি না কারো মুখে মানবতার জয়গান।
এ প্রাণ যে বড় নিষ্ঠুর জাহেলীর পথ চাহি,
দুর্বার ছুটিছে আঁকা বাঁকা পথে হীনতা বহি।
স্বাধীনতায় মুক্তি কোথায় অনন্ত জিজ্ঞাসা?
ন্যায্যতার বুকে অসুর দোসর বাঁধিয়াছে বাসা।
এখানে প্রাণ ভুলিয়াছে প্রেম দীপালি-আলোক,
তাই এত জীবন হরণ ঘটিছে বঙ্গ-লোক।
যদি ফিরে না আসে প্রেম নির্দয়- হৃদয়,
পূর্ণিমার আলো উঠিবে না আর সন্ধ্যায়।
----------------------------------------