স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৬-১০-২০২৪ ইং
************************
স্বাধীনতাকে পারিনি ছুঁতে, আমার স্বাধীনতাকে,
হিংসা প্রতিহিংসা ধেয়ে ধেয়ে লুটিয়াছে তাহাকে।
স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতাকে নিভৃতে খুঁজেছি,
গলা ধরেছে টিপে তাই ছুঁতে পারি নাই আজ বুঝেছি।
এখানে প্রাণ শুন্য নিথর ঝিনুকে মুক্তা খুঁজে লোকে-
এখানে অধিকারগুলো বয়ে চলে আগুন নদীর বাঁকে।
এক রহস্যময় চেতনার তীব্রতম গভীর উল্লাসে,
ক্ষমতাতন্ত্রের ভাষা বিষ্ময়ে দেখেছি নগ্ন পরিহাসে!
রক্তে পাওয়া স্বাধীনতাকে এ জাতি ছুঁতে পারে নাই,
চৌদিকে ভয়ঙ্কর বিশ্বাস ঘাতকের দোসর লুকাই।
হৃদপিন্ড ছুঁয়ে কেউ কখনো মাতৃকাকে ভালবাসেনি,
তাই তো এত ছলনার খেলা, এত অন্ধকার অসনি!!
এখানে শুধু স্বৈরতন্ত্রের ভাষায় উদাসীন আনন্দ মেলা,
রাগ-ক্রোধ, হিংসা- প্রতিহিংসায় প্রতিশোধের খেলা।
এ এক আজব তামাশা এই বাংলার স্বাধীন ভূমি,
স্বাধীনতাকে পারিনি ছুঁতে, আমার স্বাধীনতাকে-তুমি?
--------------------------------------------