তারিখঃ১৩-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
কি বিজয়! কি পরাজয় নাহি বুঝে চারিধার!
অন্তর হইতে অন্তর গ্রাসিয়াছে সন্ধ্যা-অন্ধকার।

পরাধীনসম স্বাধীনতা দাঁড়ায়ে একাকী,
তামাশা দেখিছে বঙ্গ বুকে অনিমেষ আঁখি।
অপলক চেয়ে আছি, আপনারে মগ্ন করি,
অতলের তলে ধীরে ডুবিতেছে বিজয় তরী।

বিজয়ের মাঝে পরাধীনতা আজিকার এই ছবি,
জ্ঞানশুন্য জনবিবেক!অস্তমান প্রেম রবি!
ভীত কস্পিত যেন নয়নের দৃষ্টি সকরুণ,
স্তব্দ বাকহীন গভীর বিষাদ উঠিল গাহি প্রাণ।

বিজয় গাহিছে ভিনসুরে তীব্র উচ্চতান,
স্বাধীনতারে কাটিয়া যেন করিছে দু’খান।
কোনটা বিজয়! কোনটা পরাজয় নাহি ভাবে কিছু,
পরাধীনসম স্বাধীনতা গ্রাসিয়াছে জাতিরে আগুপিছু।
---------------------------------------------------