তারিখঃ১৬-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
সাপ নেউলের প্রণয় চলে রাত্রি আঁধার অঞ্চলে,
হরিলুটের বানর লাফায় ডালে ডালে চঞ্চলে।
রঙ বেরঙের প্রজাপতি উড়ছে দেখি কাননে,
সাদা ফুলে কালো দাগের চিহ্নগুলো আলপনে।
চিত্র শিল্পী চুপসে গেছে সত্য ছবি অঙ্কনে,
কবির কলম থেমে গেছে রাজ্য রাজার গর্জনে।
সাধু- সুশীল চক্র যেন নবীণ রূপের সন্ধানে-
খেয়া ঘাটে ভীড় করেছে ঋতু চক্রের বাধনে।
বোবার সুরে বজ্র কণ্ঠ তাকিয়ে শুধু দেখে ভাই,
পাগল মেলার পাগলগুলো বলছে শুধু কিছু নাই।
স্বপ্নে বিভোর স্বপ্নরাজ সিংহাসন উদ্ভোদনে!
মধু-বিষে জোয়ার দোলে পদ্মা জলের প্লাবনে।
বিশ্বাস ঘাতক মীরজাফর মুসতাকের বচনে,
পাগল মেলার পাগলগুলো ছুটে বৃথা রোদনে।
--------------------------------------------