স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-১১-২০২৪ ইং
********************
কি চেয়েছি,কি পেয়েছি-সব ভেঙে দিয়ে গেল!
সোনালী সূর্য্ ভেবেছি তব গোধূলী লগ্ন এল।
আলোহীন পথ ছুটেছি,কোথায় চলেছি—
সুখের সংসার কার হাতে তুলে দিয়েছি?

এখন দিকে দিকে কত যে ভাঙাভাঙি খেলা,
অবাক বিষ্ময়ে শুধু দেখি অবহেলা, অবহেলা।
রক্তে রক্তে যুদ্ধের দামামা বাজে অলিগলি,
নিয়ন্ত্রণহীন গোলা বারুদ কামানের গুলাগুলি,

দিকে দিকে লাশ আর লাশ অশ্রুজল!
এ বিপ্লব কি তবে নিষ্ফল?
সুরঙ্গের শেষ প্রান্তের মুখ লোকানো বালিতে,
মুক্তির আলোটা নিভে গেল আসন্ন প্রভাতে।

চুরমার শব্দে আশাটা উড়ে গেল প্রাণ ছেড়ে,
কি চেয়েছি,কি পেয়েছি এ বিপ্লবে রক্ত ঝরে?
লাল সবুজের চেতনা জাগবে কি করে?
এখনো নীলাভ রঙ, পেরেক ,আলপিন অন্তরে।
----------------------------------------