তারিখঃ১৬-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
গোলাপের বোঁটায় জবা ফুটেছে বসন্তের শেষে,
বদলায়নি রঙ আপন পাঁপড়ির সৌরভ- সুবাসে।
আগে যা ছিল এখনো তা কীট পতঙ্গের ঝংকারে,
শূলে শূলে করেছে শাসন শুব্র রঙের ফুলটারে।
ঘন কুঁয়াশা আসছে ধেয়ে, চোখে আঁধার -অঞ্জন,
কাননে কানে ডাকছে তারে-যে তার আপনজন।
আগাছা-পরগাছা ডালে ডালে ছদ্মবেশীর বিলাপে,
মুক্তির ডাক দিয়েছে ধুঁ ধুঁ বালুচরের তীব্র উত্তাপে।
এখানে শুধুই শুভঙ্করের ফাঁকি-শোকগ্রস্ত প্রাণ,
শুধু মাঝি বদলেছে তরী চলেছে দোসর সিংহাসন।
অযূত মিথ্যাচারের আগমনে,সভ্যতার যত প্রান্তর
অনাদর লাঞ্জনার বেদনায় পৃষ্ঠ হচ্ছে শুব্র অন্তর।
--------------------------------------------------