স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
************************
মবতন্ত্র মুক্ত হয়ে আছ তুমি সুমধুর স্নেহে,
মাতৃকার দুঃখদৈন্যে তুমি জাগ তীব্র দহে।
কি এক নিষ্ঠুর অশ্ব তুমি এই করুণক্রন্দন!
আপনার হাতে তুলে নেও বিচার অসুরবন্ধন।
চারিদিকি অশুভ চিহ্ন তোমার সভ্যতাহীন,
বিবেক এখানেও অবরুদ্ধ নিদারুণ কঠিন।
গণতন্ত্রের সব বাহু গ্রাসিয়াছে মবতন্ত্র- স্বৈরতন্ত্র,
অধিকার –স্বাধীনতা লুটিয়াছে নিষ্ঠুর শাসনতন্ত্র।
জনে জনে যুদ্ধ-দ্বন্দ্ব বাঁধিছে উগ্রবাদের সাজে,
শাসক এখানেও বহ্নিবান বজ্রসম বঙ্গ মাঝে।
শুধু অপকর্ম্! বিচারহীনতা মবতন্ত্র নিশিদিন,
স্বাধীনতার বাহুতে পরাধীনতা সর্বত্র স্বাধীন।
শাসক যেন এসেছে শুধু ইতিহাস করিতে টানাটানি,
ওরা গেছে ভুলে সেই রক্ত ঝরা শহীদের দেহখানি।
মবতন্ত্রের নেশায় মেথেছে কেবলই সুখাস্বাধ,
মাতৃকার দুঃখদৈন্যে অধীর প্রহরে আছে মুক্তিবাদ।
------------------------------------------