স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
****************************
সর্বনাশ জেনেও তোমাকেই চিনেছে এ প্রাণ দেহ,
সদা ভেবেছে অমৃত আস্বাদন! নাহি আর কেহ !

এত আগুন জেনেও চোখের জলে ভেসেছি,
ঝর্ণা গলে নদী হতে দেখেছি,তবু চেয়েছি-
রাত্রির জ্যেৎস্নায় শুব্র কাশ ফুলে ফুলে
হারায়ে যাবো দু’জনা নদীর কূলে কূলে।

প্রতীক্ষার হৃদয় বুঝি এমনি হয় যন্ত্রনার ফাঁদ,
রক্ত ক্ষরণের চিহ্ন এঁকে যায় পূর্ণি্মার চাঁদ !
ফুলে ফলে ভরে যায় পৃথিবী- শুধু বিরহী এ প্রাণ!
সর্বনাশ জেনেও তোমাকেই ভালবেসেছি অফুরান।

তাই বলি আয় প্রিয়া, আয় ফিরে আয় কুঞ্জবনে,
প্রেমের অনলে পুড়াবো দেহ প্রাণ অকৃপণ বন্ধনে।
-------------------------------------