তারিখঃ১৪-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
কেমন অজ্ঞতা এই বুকে নিবাসে তোমার?
বর্ণবিহীন কবিতা রচিছো তিমির অন্ধকার!
যেখানে বিরাজিছে রাগ ক্রোধের অট্টহাসি,
শুব্রতার আড়ালে উড়িছে কালো মেঘরাশি।

অন্যের পাপ নিজের হিসাবে আনিছো সতত,
মুক্তি কি সেদিন পাইবে হাশরের অনন্ত বসত?
এই অধিকার তোমারে দেয়নি কভূ মহান রবে,
অন্যের অধিকার হরণ করিয়া চলিবে এই ভবে?

সেদিন দূরে নয় প্রভূ পাকড়াও করিবে তোমারে
প্রতিটি কর্মের হিস্যা নিবে ওই অবিনশ্বরে।
নিজের দিকে তালাশ করিয়ো দোষ আছে কিনা,
অপন শুদ্ধাচারে ঝাঁপিয়ে পড়িয়ো আর কিছু চাহি না।

অন্যে মত পথ একান্তই নিজের এই শুধু জানি,
বিচারের মালিক কেবলই বিধাতা তা যাও মানি।
নিজের হাতে করিয়ো না বিচার উগ্রতার সাথে,
বিধাতার তরে নতশির হইয়ো ক্ষমা পাওয়ার ভ্রতে।

------------------------------------------------