স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৬-১১-২০২৪ ইং
**********************
তবু হয়নি দেশ শান্ত!বসে আছি অন্ধকার শিয়রে,
আলোক স্বপ্নগুলো ক্রমশ যাচ্ছে নিঃশব্দে ঝরে।
চারিদিকে মলিনলাবণ্যে স্নিগ্ধ জ্যোৎস্নার মমতা,
কাননের ফুলে ফুলে চলিছে তুচ্ছ অর্থহীন কথা।
অরাজকতা রাহাজানি গানের মূর্ছনা হয়ে ওঠে প্রাণ
দুস্য ডাকাতের মঞ্চ মাতানো নৃত্যের নগ্ন গান।
ক্রমে ক্রমে স্বাধীনতার সুন্দর কসুমে দাবানল,
দাউ দাউ আগুনে যেন পুড়ে অযূত স্বপ্নের দল।
জাতির কাপলে কলঙ্কের টিপ দিয়ে নর্তকী নাচে,
জেগে ওঠে অতলান্ত অন্ধাকার! কি করে বাঁচে?
এখনো দেখিনা দেশপ্রেমিককে, স্বপ্নিল আশা নিয়ে,
তেড়েছে তরী উত্তাল সমুদ্র পারাপারে অকোভয়ে!!
অনেক আশা ছিল স্বপ্নের উজ্জ্বলশিখা প্রদীপ জ্বালিয়ে,
লক্ষ শহীদের রক্তে পাওয়া পতাকা দিবে উড়িয়ে।
এখনো এখানে শুন্যতার খেলা,সংশয়-দ্বিধার অন্ধকারে,
ইতিহাস ঐতিহ্যে কলঙ্কের টিপ দিয়ে বারে বারে ফিরে।
-------------------------------------------------