কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
যদি থেমে যায় প্রতিবাদী কলমের ঝংকার,
যদি থেমে যায় কলম যোদ্ধার বজ্র হুঙ্কার ।
যদি থেমে যায় বিচারকের ন্যায়- বিচার.
যদি থেমে যায় বিদ্রোহী কবির কলম চিরতর
যদি থেমে যায় গণতন্ত্রের পথ চলা সবুজ প্রান্তর
যদি থেমে যায় সাম্যের গান উগ্রবাদের গর্জন
যদি থেমে যায় বিপ্লবীর বিপ্লব বাংলার কানন।
যদি থেমে যায় বুদ্ধিজীবীর নিরপেক্ষ জ্ঞান,
তবে মৃত্যুর পথে ছুটিবে লক্ষ শহীদের অর্জন!
মুক্তির্ পথে পথে আঁকা হবে আঁধার অঞ্জন।
হৃদয়ের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে
একদিন স্বাধীন মাকে ভুলে যাবে মৃত্যুর শঙ্কারে!!
যদি ন্যায় নীতবোধ থেমে যায় অবহেলা অনাদর,
লাঞ্জনার বেদনায় পৃষ্ট হবে মাতৃকার - অন্তর।
---------------------------------------------