স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-১১-২০২৪ ইং
**********************
যে ফুল ফুটতে চায়নি তারেই ফুটাকে চেয়েছি শুধু,
আকাশের নীলিমায় খুঁজেছি বিষে ভরা পুস্পের মধু!!
কখনো বুঝেনি কাননের চারিধারে কাঁটা তারে ঘেরা,
তবু ছুটেছি, বারে বারে ছুটেছি ফুল কুড়াতে বকুল ঝরা।
যে ফুল ফুটতে চায়নি তারেই ফুটাকে চেয়েছি রেখা,
বুঝেনি পরাজয় ছুঁয়েছে, শুধু নিয়েছি লেলিহান শিখা।
ব্যথার চাবুক হৃদয়ে আঘাত হেনেছে প্রখর অনলে,
তবুও ফুল ফুটাতে চেয়েছি অপার শোভনে নিখিলে।
জানি সে ফুল ফুটবে না কভূ এই হৃদয়ের আবেদন,
তবু কিছু প্রত্যাশা মুখর হয়ে উঠে অবুঝ স্পন্দন।
অনেক চেয়েছি পুস্পের প্রসারিত তীব্র শোভন বাহু,
সে ফুল ফুটেনি,কালো মেঘেরা আকাশে জমেছে বহু!
এখন কাননে গোধূলী লগ্ন! ফুলেরা নীড়ে ফিরে গেছে,
তবু পূর্ণিমায় ফুল ফুটাতে চেয়েছি প্রেমের কবিতা রচে।
যে ফুল ফুটতে চায়নি, যে ফুল নির্বাক চোখে বহুদিন,
তারেই ফুটাকে চেয়েছি অনলে পুড়ে পুড়ে এই জীবন।
---------------------------------------------