কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৭-১১-২০২৪ ইং
**********************
আমার হেরে যাওয়া যদি তোমার বিজয় হয়,
হউক না সে পরাজয় বারে বার এই ধরাময়।

আগুনে পুড়িয়ে দাও গোলাপ ফোটাবো,
অঝোর ঝর্ণা ধারা দাও নদীর প্রবাহ হবো।
খুঁজে ছিলাম যুগল পাহাড়ে অমৃতের স্বাদ,
পেয়েছি আমি দুই ঠোঁটে একজোড়া চাঁদ।

ছেড়েছি নৌকা আমি উথরোল বঙ্গোপসাগেরে,
অথৈ জলে ডুবিবো ভাবিনি আশ্বিনের ঝড়ে!
চেয়েছি শিউলি বোঁটা থেকে চুষে নেবো রস,
এখন পেয়েছি চিতার যন্ত্রণা আগুনের পরশ!!

আমার হেরে যাওয়া যদি তোমার বিজয় হয়,
হরষে গোলাপ ফোটাবো কাননে মধুগন্ধময়।
অনুভূতিগুলো বিন্দু বিন্দু জমে জেনেছে তোমায়,
তাই প্রেমের কলিগুলো পুষ্পিত করেছি এ হৃদয়।
--------------------------------------------