কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
হে বিদ্যা জননী, তোমার ডানা ছড়িয়াছে চারিধার,
তুমি রচিয়াছো আলোর কবিতা সোনালী দিবাকর।
দিবস রজনী মুক্তির মিছিলে আপনারে মগ্ন করি,
তুমি ছুটিয়াছো আলোর মশালে রাত্রির পথ ধরি।
দিগন্ত পেরিয়ে অসীমে তুমি বাজাও সভ্যতার সুর,
তাই তোমার তুল্য নাহি কেহ আর এমন সু-মধুর।
হে বিদ্যা জননী ,কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে-
ধরাজ কণ্ঠে আবৃতি করে যাও কত গল্প কবিতা মহানন্দে।
কি অরূপা তোমার রূপের লীলা-জাগে হৃদয়পুর!
তোমার মাঝেই খুঁজে ফিরি আমার শোভা- এ নশ্বর।
তুমি ছিলে বলেই পৃথিবীর বদ্ধ জানালা গিয়েছে খুলে,
তুমি ছিলে বলেই নাবিক চিনেছে পথ সাগর বুকে দুলে।
তুমি এক মৃত্যুঞ্জয়ী আলো- হে বিদ্যা জননী!
তোমার মাঝেই সভ্যতার শোভা জেনে গেছে ধরনী।
-----------------------------------------------