স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং
****************************
কোন গভীর তন্দ্রায় তুমি ক্লান্ত হয়ে ভাই,
শুনো, গুপ্তচর ঢুকেছে ঘরে এ কথা জানাই।
উঠ উঠ জ্যোৎস্না জেগেছে,তুমি জেগে নাই,
ভয়ঙ্কর গুপ্তচর এলো- বিষ্ময়- বিস্ময়ের ঠাঁই।
বুকের পর বুকে বাসা বেঁধেছে এই এক পাখি,
হুতুম পেঁচা কীট ! মেরে মেরে যাচ্ছে জোনাকি!
ভীন চাঁদরে ঢেকে ঢেকে তোমারে রেখেছে ঢাকি,
উঠ হে উঠ সেপাহী আর কত তন্দ্রারে রাখি!!
গুপ্তচর ঢুকেছে নিস্তব্ধ ঘরের কোণ হতে কোণ,
শুনো হে শুনো -ওই দোসর হতে এই শিহরণ।
গুপ্তচর এসেছে রক্ত লেখা কবিতারে কেড়ে নিতে,
বিশ্বাস ঘাতকে ভরা দোসর প্রাণ এই পৃথিবীতে।
শুনো, তার বুকে ঘাতকের চাবুক করেছে ভর,
সাবধান! সাবধান! তারে আশ্বাসে কর না নির্ভর!!
কোন গভীর তন্দ্রায় তুমি এত মুগ্ধ আড়ম্বর,
শুনো-তোমার ঘরে ঢুকেছে ঘাতকের গুপ্তচর।
----------------------------------------------