স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২০২৪ ইং
**********************
গণতন্ত্রের দিকে তাকালে মূক হয়ে আসে ভাষা!
পরিবার তন্ত্র এসে নিয়েছে কেড়ে জনতার আশা।
কি দলে! কি রাষ্টে ! কি শাসনে স্বৈরতন্ত্রের উত্তাপ,
মুখে মুখে মঞ্চে মঞ্চে ছদ্মবেশী গণতন্ত্রের সংলাপ।
চারিদিকে যেন মাকাল ফল,ফুল শুন্য বাগান,
রন্ধে রন্ধে ফ্যাসিবাদের খেলা চলে মনের কানন।
পিতার পরে পুত্র- কন্যা, নাতী- নাতনী আত্মীয়- স্বজন
ওরে-গণতন্ত্রের ভিতরে স্বৈরতন্ত্রের স্ত্রী আজিকার ধরন।
শুধু জনতার বন্দরে সেই সব ঘূর্ণি ঝড় কালোরাত,
দিকে দিকে ফ্যাসিবাদের মহড়া ঘাত-প্রতিঘাত !
এ যেন এক ছলনার রাজ্য ঈগলের মত হিংস্র ডানা-
গণতন্ত্রের দিকে তাকালে মনে হয় সব শুকুনের ছানা।
তন্ময় চোখে রাশি রাশি বিষ্ময় নিয়ে শুধু দেখা-
ফ্যাসিবাদের গণতন্ত্রে কালো সভ্যতার ছবি আঁকা।
ক্ষমতা গণতন্ত্রে’রে নিয়ে গেল ফ্যাসিবাদে সুচতুর!
তীব্র অনল শিখার নিচে জ্বলে পুড়ে গেলো জনতার।
----------------------------------------------