স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
***************************
এ হৃদয় বড় ব্যাকুল শর্তবিহীন নত,
ঘাত-প্রতিঘাতেও প্রেমের তরে মুগ্ধ অভিভূত।

অপূর্ণতার মাঝেও পূর্ণতা খুঁজে যদিও সে গেলো,
এতোটা বিষাদ এতোটা বিরহ তবুও জোয়ার এলো।
রক্ত ক্ষরণের উথরোলে প্লাবিত হয় ধরাধামে,
তবুও প্রেমের সন্ধানে শিরা উপশিরা স্নানে নামে।

শুধু সে বুঝে না, যদিও বলি কাছে এসে দেখো
হৃদয় বাড়িয়ে হৃদয় চেয়েছি, একটু হৃদয়ে রেখো,
হৃদয়কে শুধু হৃদয়কে চাই, পাবো?
দেও বা না দেও প্রেমের ডাকে হৃদয়ের কাছেই যাবো।